চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে সংবর্ধনা দিয়েছে জেলা জাসদ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)'র জেলা কার্যালয়ে, জেলা সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদ নেতা সৈইবুর রহমান, ছাত্রনেতা আব্দুল মজিদসহ অন্যরা। এসময় জেলা জাসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল ওদুদ জেলা হাসপাতালের সমস্যা সমাধান, বন্ধ ট্রেন চালুর ব্যবস্থা করাসহ অন্যান্য সমস্যা সমাধানে কার্যকরী ভুমিকা রাখবেন বলে আশ্বাস দেন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি ১৪ দলের ভিতকে আরও শক্তিশালী করতে জাসদ নেতাদের সহযোগিতা কামনা করেন।