ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভালোবাসা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের মধ্যে ফুল বিতরণ 

ভালোবাসা দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফের মধ্যে ফুল বিতরণ 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে বিএসএফ ও বিজিবি উভয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তারা।

এছাড়াও শান্তিপূর্ণভাবে কাজ করার জন্য একে অপরের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা আবশ্যক বলে মন্তব্য করেন বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। এ সময় বিজিবি-বিএসএফের মধ্যে রিট্রিট সিরিমনি (প্যারেড) প্রদর্শিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, নবাগত অধিনায়ক লে. কর্ণেল আহমেদ হাসান জামিল, উপ অধিনায়ক মেজর সেলিমুদদোজা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা আইজি অতুল ফুলজেলে, ডিআইজি রাকেশ কুমারসহ আরো অফিসার বৃন্দ।

বিএসএফ,বিজিবি,ফুল,শুভেচ্ছা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত