নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী রি রোলিং মিল ও বহুতল ভবন মালিককে অর্থদণ্ড
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৬ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা এবং জামতলায় যত্রতত্র নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণ ও পাইলিং কার্যক্রমের ফলে সৃষ্ট শব্দ দূষণের অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন দশ তলা ভবনের কর্তৃপক্ষকে অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তার সমম্বয়ে একটি টিম ওই অভিযান চালায়।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ফতুল্লার পাগলার চাকদা স্টিল অ্যান্ড রি রোলিং মিলস লিমিটেডকে ২ লাখ ও জামতলায় আমানুর হুদার মালিকানাধীন নির্মাণাধীন দশ তলা ভবনের কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এর মধ্যে চাকদা স্টিল অ্যান্ড রি রোলিং মিলস লিমিটেডকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ধারা অনুযায়ী ১ লাখ টাকা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া জামতলায় আমানুর হুদার মালিকানাধীন নির্মাণাধীন দশ তলা ভবনের পাইলিং কার্যক্রম দ্বারা সৃষ্ট শব্দ দূষণের প্রেক্ষিতে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ধারা ১৮ (২) অনুযায়ী ৫ হাজার টাকা এবং যততত্র নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণ করার জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।