ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার নামক স্থানে ট্রেনে কাটা পড়ে জমিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সামছুল হক তালুকদারের স্ত্রী। জিআরপি থানার ওসি হারুনর রশীদ মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উল্লেখিত স্থানে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় রাতেই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ট্রেন,নারী,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত