সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাস পাড়া মহল্লায় সুদের টাকার হিসাব নিয়ে কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলীকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সে ওই মহল্লার ঘুতু সেখের ছেলে এবং স্থানীয় আড়তে কাঁচামাল ব্যবসার পাশাপাশি সুদের উপর টাকা খাটাতো। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ইউসুফ আলী একই মহল্লার সফর আলীর ছেলে মমিনুল ইসলামকে (বড় গ্যাদা) সুদে টাকা ধার দিয়েছিল। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ টাকার হিসাব নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে ইউসুফ আলীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় মমিনুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে সে মারা যায়। পুলিশ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে উল্লেখিত হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।