তুরস্কের পাশে সহযোগিতার হাত বাড়ালো সিরাজগঞ্জের যুবক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত যুবক মাহবুব পলাশ (২৮) ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সে ওই উপজেলার ভদ্রঘাট শেখপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন থেকে তুরস্ক এম্বাসির উদ্দ্যেশ্যে রওনা হয়। তার সফর সঙ্গী রয়েছে প্রদীপ সাহা। তার এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

ওই যুবক সাংবাদিকদের জানায়, নিজ উদ্যোগে বন্ধু, আত্মীয়দের সহযোগিতায় সাড়ে ৩ লাখ টাকার জিনিস নিয়ে তুরস্ক এম্বাসির উদ্দেশ্য রওনা হয়েছি। তাদের কাছে ১২টি কম্বল, ১০০ শীতের জ্যাকেট, ১০০ টাউজার, ১০ টি স্লিপিং ব্যাগ, ৫০ টি বেডশীট , ১০০ টি শীতের কানটুপি, উলের মোজা ১০০ টি হস্তান্তর করা হবে। এ জন্য বাসযোগে ঢাকায় যাচ্ছি। বিপদের সময়ের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মানুষের পাশে থাকা প্রয়োজন। এ জন্য সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। সেইসাথে বিত্তবানদের তুরস্কের মানুষের পাশে থাকার জন্য অনুরোধ জানায় ওই যুবক।