ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৪ | অনলাইন সংস্করণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জ সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনে এই কর্মশালায় জেলা সদরে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. সুখ দেব সাহা জানান, সুনামগঞ্জ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৫ হাজার ৫৪১ শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৮ হাজার ৪৯৯ শিশুসহ মোট ৪ লাখ ৪ হাজার ৪০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ২১৬৬ টিকা কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

কর্মশালায় জেলা স্বাস্থ্য ফোরামের সভাপতি সাংবাদিক শাহজাহান চৌধুরী ও জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক উপস্থিত ছিলেন।