ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হাসপাতালের সামনে মাটিবাহী মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় যুবক রাহাত হোসেনের (২২) মৃত্যু হয়েছে। সে তাড়াশ পৌর এলাকার ভাদাস পুর্বপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা মাহিন্দ্র ট্রাক্টরের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ উপজেলা হাসপাতালের প্রধান ফটকের সামনে ওই যুবক রাস্তা পার হচ্ছিল। এ সময় মাটিবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা চালকসহ টাক্টরটি আটক করে এবং গুরুতর অবস্থায় রাহাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং উত্তেজিত জনতার কাছ থেকে চালককে আটক করে এবং টাক্টরটি জব্দ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ট্রাক্টর,চাপা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত