সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভোগলমান চারমাথা বাজারের একটি দোকানে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতাকে আব্দুল কুদ্দুস সরকারকে (৫৯) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই উপজেলার দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও মৃত কাশেম সরকারের ছেলে।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আ’লীগ নেতা কুদ্দুস ওই বাজারে তার ছেলের সার ও কীটনাশকের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী ২০/২৫ জনের একটি দল ওই দোকানে প্রবেশ করে এবং ওই আ’লীগ নেতাকে লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে বুকে উপর্যপুরি গুলিবিদ্ধ আ’লীগ নেতা কুদ্দুস সরকার ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ নির্মম হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।