বেনাপোলে জামাত শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেফতার 

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৯ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট    থানাধীন পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন সার্কেলের এএসপি স্যারের নেতৃত্বে আমরা সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে তারা পুলিশের উপর ইট পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করে। এ সময় ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।