টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপি অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এর আয়োজনে তিন দিনব্যাপি এ গ্রন্থমেলা ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি চলবে বলে জানিয়েছে জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও গ্রন্থমেলার আহবায়ক মধুপুর পৌরসভার সাবেক মেয়র মাসুদ পারভেজ।
উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার মাঠে তিন দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিন দিনব্যাপি এ গ্রন্থমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ।
জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এর আহবায়ক মাসুদ পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সহঃসভাপতি বাপ্পু সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম শহীদ ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি তিনজন লেখকের চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন ।