ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কার জব্দ

সিরাজগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কার জব্দ

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে বিবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ পৈরতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। র‌্যাব -১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত ১ টি প্রাইভেটকার ও মোবাইল জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গাঁজা,মাদক,ব্যবসায়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত