ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে শুরু হলো ৯ দিনব্যাপী বই মেলা

সাভারে শুরু হলো ৯ দিনব্যাপী বই মেলা

সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে নয় দিনব্যাপী বই মেলা। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে বই মেলা। মেলায় বিভিন্ন বইয়ের স্টল ছাড়াও সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার জীবনী সম্বলিত বইয়ের জন্য করা হয়েছে আলাদা কর্ণার।

এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, পুতুল নাচ, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপের খেলা, লাঠি খেলা প্রদর্শনসহ প্রতিদিনই সেখানে থাকছে বিশেষ আয়োজন।

বই মেলার প্রধান পৃষ্ঠপোষক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা উপস্থিত ছিলেন।

মাতৃভাষা,দিবস,বই মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত