বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৩), চককুতুব গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আলমগীর কবির আলম (৩১), কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইয়াদ আলী প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও বাহাদুরপুর গ্রামের বিল্লাল মোল্লার ছেলে ইমরান হোসেন (৩৫)।
র্যাব -১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস, মোটরসাইকেল ও ৬ টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।