একুশের প্রথম প্রহরে হালুয়াঘাটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে হালুয়াঘাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সুচনা হয়।
উপজেলা প্রশাসনের মালঞ্চ প্রদানের পর একে একে উপজেলা আওয়ামীলীগ,হালুয়াঘাট পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাংসদ জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসান, সহকারী কমিশনার ভূমি আফরোজা আফসানা,হালুয়াঘাট সার্কেল এর এএসপি সাগর দিপা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. তারেক আহমেদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহিনুজ্জামান খানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।