ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে ৩ দিনের স্বাস্থ্য খাতের আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

দিনাজপুরে ৩ দিনের স্বাস্থ্য খাতের আর্থিক ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

দিনাজপুরে স্বাস্থ্য খাতে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা শীর্ষক ৩ দিনের কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনে স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিটের আয়োজনে স্বাস্থ্যখাতে সরকারি অর্থ ক্রয় ব্যবস্থাপনা শীর্ষক ৩ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন।

জেলা সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এ বি এম আবু হানিফ, ঠাকুরগাঁও এর সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ ও পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডাঃ রফিকুল হাসান।

৩ দিনের এই কর্মশালায় ৩ জেলার ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসকবৃন্দ অংশ নিয়েছেন।

স্বাস্থ্য খাত,ব্যবস্থাপনা,কর্মশালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত