ঢাকা ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দীর্ঘ এক বছর পর আগামী তিন বছরের জন্য সভাপতির অনুমোদনে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি পত্রে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির এ অনুমোদন দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ২৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসানকে সভাপতি ও আব্দুস সামাদ তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন সহঃসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, এ্যাডঃ আব্দুর রহমান, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুল বারী সেখ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুর রহমান রানা, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভূঁইয়া, এ্যাডঃ আব্দুল হামিদ সরকার, বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানিউল হক মোল্লা, ইমরুল সিরাজী তপন, এ্যাডঃ কায়সার আহমেদ লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার, দপ্তর সম্পাদক এ্যাডঃ রজব আলী সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এহসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার সিকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কাজী সেলিনা পারভীন পান্না, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক নাসিমুর রহমান নাসিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান দিলু, শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস (শিল্পী), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কল্পনা ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মহসীন খান রানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক স ম দুলাল রায়হান, কোষাধ্যক্ষ আজিজুল হক তালুকদার।

এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে রয়েছে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, তানভীর ইমাম এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, আব্দুল মোমিন মন্ডল এমপি, শাহাব উদ্দিন, আব্দুল বারী তালুকদার, রফিকুল ইসলাম হিরা, শামসুজ্জামান আলো, বীর মুক্তিযোদ্ধা হাসান খসরু খান, হালিমুল হক মিরু, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, এ্যাডঃ আব্দুল আলিম খান জুয়েল, রফিকুল ইসলাম রনি, হাসি মির্জা, রিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর আলম তালুকদার, এ্যাডঃ রেজাউল বারী রন্টু, মো. ফজলুর রহমান খান ফজলু, জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল, নাজমুল হুদা মিঠু, কে এ মনোয়ার হোসেন বিপুল, বিপুল সিংহ, হাজী নিজাম উদ্দিন, সাখাওয়াত হোসেন সুইট, শওকত হোসেন সাকার, লিয়াকত হোসেন লিকু, ইলিয়াস আহম্মেদ, ড. মিঠুন মোস্তাফিজ, ড. কে এম আব্দুল মমিন সিরাজী ও অংকুরজিত সাহা নব।

দীর্ঘ প্রায় এক বছর পর এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় দলীয় নেতাকর্মীরা এখন আনন্দিত।

আওয়ামী লীগ,কমিটি,ঘোষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত