ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

সোনারগাঁয়ে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাইক্রোবাসের ধাক্কায় আবুল হাসনাত (৫৫) নামে এক খাবার হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহত আবুল হাসনাত সোনারগাঁও উপজেলার সোনাখালি গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে।

নিহতের ফুফাতো ভাই আয়নাল হক জানান, আবুল হাসনাত সোনাখালিতে খাবার হোটেলের ব্যবসা করতেন। তার হোটেল থেকে কিছুটা দূরেই তার বাড়ি। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ি থেকে হোটেল যাওয়ার উদ্দেশ্যে সোনাখালিতে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে বুধবার সকাল সোয়া ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সোনারগাঁ থানায় জানানো হয়েছে।

মাইক্রোবাস,ধাক্কা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত