টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৭ | অনলাইন সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএস পি, এন ডি ইউ, পি এস সি, পি এইচ ডি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সেনাপ্রধান পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। পরে বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান।

এরপর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর মশাল প্রজ্জ্বলনের কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়া যান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেনাপ্রধান টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই অনুষ্ঠানে তিনি শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর মশাল প্রজ্জ্বলন করেন।