সিরাজগঞ্জে পিকআপ ভ্যান চাপায় মা-ছেলে নিহত
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা নামক স্থানে পিকআপ ভ্যান চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওই উপজেলার চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন (২৫) ও শিশু ছেলে তরিকুল ইসলাম (৪)। এ ঘটনায় ভ্যানচালক আব্দুল জলিল (৫০) আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে করুনা খাতুন তার শিশু ছেলেকে সাথে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার জন্য ওই স্থানে যানবাহনের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মা-ছেলেকে চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন এবং পিকআপ ভ্যানটি আরেক রিক্সাভ্যানকে চাপা দিলে চালক জলিল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।