সিরাজগঞ্জে মজুরী বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জড়ি ও টুইস্টিং মিল শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের চৌরাস্তা প্রেসক্লাব মোড় এলাকায় এ মানবন্ধন করে বিক্ষুদ্ধ শ্রমিকেরা। 

শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মুন্না, শ্রমিক নেতা আরিফুল ইসলাম, কমরেড নব কুমার কর্মকার প্রমুখ। 

বক্তারা বলেন, দেশে সকল প্রকার দ্রব্যের দাম বাড়লেও শ্রমিকের মজুরি বাড়ছেনা। মালিকের চাহিদা মোতাবেক উৎপাদন বাড়ালেও শ্রমিকরা তাদের স্বল্প মজুরী দিয়েই জীবিকা পরিচালনা করছেন। এজন্য শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মিল মালিক কর্তৃক শ্রমিককে নির্যাতনের প্রতিবাদসহ ৫ দফা দাবি জানানো হয়। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।