পার্বতীপুরে অনুমোদনবিহীন এক ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৬ | অনলাইন সংস্করণ

  সিদ্দিক হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর

দিনাজপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে ইট প্রস্ততসহ বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২০১৩ ( সংশোধিত ২০১৯) আইন অনুসারে সৈয়দপুর যশাইহাট মহল্লার মেসার্স এল এইচ বি ব্রিকসের দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ফায়ায় সাভির্সের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।  

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট প্রসিকিশনের দায়িত্ব পালন করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম ছামিউল আলম কুরসি। 

এক সাক্ষাতকারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহামুদুল হাসান জানান, সরকারি আইন অমান্য করে ইটভাটা প্রস্ততসহ বিভিন্ন অপরাধে এক ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সকল প্রকার বে-আইনি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রতি সপ্তাহে অভিযান চলবে।