ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরের নকলায় জাতীয় সংসদের উপনেতা সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি'র সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জনিয়েছেন।

শুক্রবার (২৪ ফ্রেব্রুয়ারি) রাতে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে পৌর শহরের জালালপুর এলাকাস্থ সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এম.পি'র বাসভবনে গিয়ে তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় শেষে অভিনন্দন জানানো হয়।

এসময় প্রেসক্লাবের সহ:সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সদস্য সিমানুর রহমান সুখন, মো. মোশারফ হোসেন শ্যামল ও মো. রেজাউল হাসান সাফিতসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংসদ উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি’র সাথে সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান সুজা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান জাতীয় সংসদের উপনেতা হওয়ার পরে বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ১০ শিক্ষার্থীর মাঝে ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে নকলায় অবস্থানকালে তাঁর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

কৃষিমন্ত্রী,সৌজন্য,সাক্ষাৎ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত