সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভাই-বোন নিহত
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া নামক স্থানে ট্রাকচাপায় ভাই-বোন নিহত হয়েছে। নিহতরা হলেন, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে লিপি খাতুন (২৮) ও তার ভাই মুকুল (৩০)। এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ২ ভাই-বোন স্থানীয় বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে গ্রামের বাড়ি কাজিপুর উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ওই অটোরিকশায় চাপা দেয়। এতে চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর ওই ভাই-বোন মারা যায় এবং চালকসহ আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।