ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা প্রদর্শনীর উদ্বোধন

করেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনী শেষে সফল খামারীদের পুরস্কার প্রদন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাঃ শামিমা আক্তার, ভেটেরিনারি সার্জন হোসনে আরা ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এনামূল হক প্রমুখ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ,প্রদর্শনী,অনুষ্ঠিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত