দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩ | অনলাইন সংস্করণ

  দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সরকারি জনতা কলেজ মাঠে আয়োজিত উক্ত প্রদর্শনী শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহজ্ব ডা. হারুন অর রশীদ হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. এইচ, এম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি  আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন অর রশীদ হাওলাদার বলেন, বাংলাদেশ আজ দুধ ও আমিষে স্বয়ংসম্পূর্ন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গবাদি পশু ও পোল্ট্রি  খামারিদেরও ভূমিকা রাখতে হবে। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকতা ডা. মশিউর রহমান, খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা খামারী সমিতির সাধারণ সম্পাদক আঃ খালেক হাওলাদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা উপ সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা শহিদুল আলম। এসময় উপজেলার ৩৫ জন খামারীর বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, খরগোশ, হাঁস,মুরগী, কোয়েল ও কবুতর প্রদর্শনীতে শোভা পায়।  

পরে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন, প্রধান অতিথি ড. হারুন অর রশীদ হাওলাদারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।