ঈশ্বরগঞ্জে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮ | অনলাইন সংস্করণ

  মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ ফখরুল ইমাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান প্রমুখ। 

উদ্বোধনের পরই সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় বালক-বালিকাদের ফুটবল, ভলিবল এবং কাবাডি প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।