ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে ৭ দে‌শের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে ৭ দে‌শের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে ৭ দে‌শের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধি শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপু‌রে গো‌য়েন্দা সংস্থা ডি‌জি‌এফআই এর মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল হা‌মিদুল হক এর নেতৃ‌ত্বে ওই প্রতি‌নি‌ধি দল শ্রদ্ধা জানান। প‌রে বঙ্গবন্ধুর আত্নার শা‌ন্তি কামনায় ‌দোয়া ও প্রার্থনা ক‌রেন।

সাম‌রিক প্রতি‌নি‌ধি দ‌লে অ‌ষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভার‌তের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমা‌রের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, নেপা‌লের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় সাম‌রিক প্রতি‌নি‌ধিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। তারা আলাদাভা‌বে ফুল দি‌য়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে প্রতি‌নি‌ধি দ‌লের সদস্যরা বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ কম‌প্লেক্স এলাকা ঘু‌রে দে‌খেন। প‌রে প্রতি‌নি‌ধি দল‌টি বা‌গেরহা‌টের উ‌দ্দে‌শ্যে রওনা হন।

ডি‌জিএফআই এর মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল হা‌মিদুল হক ব‌লেন, বাংলা‌দে‌শে কর্মরত সাম‌রিক প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে বা‌র্ষিক ভ্রমণ কর্মসূচির অংশ হি‌সে‌বে রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপু‌রে সর্বকা‌লের সর্ব‌শ্রেষ্ঠ বাঙালী জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জানাতে আসেন। প‌রে সামরিক দল‌টি বা‌গেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রম‌নের উ‌দ্দে‌শ্যে রওনা হন।

বঙ্গবন্ধু,সমা‌ধি‌,শ্রদ্ধা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত