সিরাজগঞ্জে সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ অনার্স কলেজে নবীন বরণ
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নূরুননাহার তর্কবাগীশ অনার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরের দিকে কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজী জিন্নাহ, ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন, সহযোগী অধ্যাপক ফজলুল হক খান, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম হোসেন সরকার শোভন প্রমূখ। এ অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা উপহারের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
এছাড়া কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। নবীন বরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে প্রধান অতিথি কলেজ অভ্যান্তরে আজিজ এমপি নামকরণে সড়কের ফলক উম্মোচন করেন।