ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন 

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী আহামাদুল্লাহকে (৩২) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জের হাটিকুমরু-বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায় র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় ঢাকাগামী দেশ ট্রাভেলস বাস থামানোর সংকেত দেয়া হয়। এ সংকেতে বাসটি থামানোর সাথে সাথে ওই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত