শ্রীপুরে পরিসংখ্যান দিবস পালিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, কৃষি অফিসার সুমাইয়া সুলতানা বন্যা, পরিসংখ্যান অফিসার স্বপন মিয়া, সমাজসেবা অফিসার মনজুরুল ইসলাম, সমবায় অফিসার উৎপল কুমার মন্ডল, প্রকৌশলী নীলুফার ইয়াসমিন, সহকারী মৎস্য অফিসার বদিউজ্জামান প্রমুখ। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।