ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে মাটি কাটায় আওয়ামী লীগ নেতাকে জরিমানা

অবৈধভাবে মাটি কাটায় আওয়ামী লীগ নেতাকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মির্জা জলিলুর রহমান দুলালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম তানজির।

নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার ৮নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান তার বাড়ির সামনে অবৈধভাবে কৃষি জমি খনন ও পূর্ব হাটিলা গ্রামের পাটোয়ারী বাড়ীর সামনে সরকারি হালট দখল করে বাড়ি নির্মাণ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ওইসময় মাটি কাটার তিনটা ভেকু জব্দ করা হয়। মালিক না পাওয়ায় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর নির্দেশে সেগুলো নিলামে তোলা হবে। ওই টাকা সরকারি কোষাগারে জমা হবে।

অভিযোগ,মাটি কাটা,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত