সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১১, গ্রেফতার ৯
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল বাজারে বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয়গ্রুপের কমপক্ষে ১১জন আহত হয়েছে। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় এক মাস ধরে পাশ্ববর্তী বেলকুচি উপজেলার বেলির চরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন মান্নান ফকির গং। ওই বালু মহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে লাল মিয়া মেম্বরের সঙ্গে মান্নান ফকির গ্রুপের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মান্নান গ্রুপের লোকজন লাল মিয়া গ্রুপের উপর হামলা চালায়। এতে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়গ্রুপের ১১জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং উভয়গ্রুপের ৯ জনকে গ্রেফতার করা হয়। আহতদের ৫ জনকে ওইদিন রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।