সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম তালুকদার ভুলু মাষ্টার (৭৫) আর নেই। তিনি সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি-------রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ৪ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ওই হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সড়াতৈল মোসলিম হাই স্কুলের সহকারি শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৩ বছর আগে তিনি চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন এবং অবসর জীবনে সামাজিক উন্নয়ন কর্মকান্ডসহ ওই স্কুলের ম্যানেজিং কমিটির একাধিকবার সভাপতি ছিলেন। বাদ মাগরিব তার জানাযা শেষ স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার জানাযায় বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
এদিকে তার মৃত্যুতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ:সভাপতি সাংবাদিক এস,এম তফিজ উদ্দিন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।