বীরগঞ্জ পৌরসভায় ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫টি স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  মোঃ সিদ্দিক হোসেন, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জ পৌরসভায় ৫৫ লাখ টাকা ব্যয়ে ৫টি স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের (জিওবিআইডিবি) আওতায় পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা। 

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর আবাসিক প্রকৌশলী সহকারী মোঃ আব্দুস সেলিম, কাউন্সিলর বনমালি রায়, মহিলা কাউন্সিলর মোছাঃ রহিমা বেগম, নারগিস আক্তার কেয়া, মোছাঃ সাবিনা ইয়াসমিন, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এক সাক্ষাতকারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প জিওবি আইডিবি এর কার্যক্রম অব্যহত রয়েছে।