ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সিরাজগঞ্জের র‌্যাব-১২’র সদস্যরা রংপুর-বগুড়া মহাসড়কের বগুড়া সিএনজি এন্ড ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলেন, লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা গ্রামের একরামুল হকের ছেলে আজিজুল ইসলাম (৩০) ও একই গ্রামের শামছুল হকের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। র‌্যাব-১২’র সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১১ কেজি ৯’শ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মিনিট্রাক ও ২ টি মোবাইল জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

অভিযান,গাঁজা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত