ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে ৩ মেয়র প্রার্থীসহ ৩১ সদস্যদের মাঝে প্রতীক বরাদ্ধ প্রদান করা হয়েছে।
পৌরসভার মেয়র পদে ৩ জন ,সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২০ জন সর্বমোট ৩১ জন প্রার্থী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন। আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জন কেনেথ রিছিল ।
হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হালুয়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।
জানা যায়, ২০১৪ সনের ৩ সেপ্টেম্বর তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার উদ্ভোধন করেন। পৌরসভা নির্বাচনে ৮ হাজার ৮শত ৭ জন পুরুষ ও ৯ হাজার ১শত ৪৭জন নারী ভোটার রয়েছে। হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে সর্বমোট ১৭ হাজার ৯ শত ৫৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল জানান, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ,৯টি ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২০ জন প্রার্থীসহ সর্বমোট ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ করেছেন। আগামী ১৬ মার্চ সকাল ৮.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত হালুয়াঘাট পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।