ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রংপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

"স্মার্ট লাইফস্টক স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ আয়োজন করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মোছা: নাসিমা জামান ববি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন।

প্রদর্শনীতে ৫০ জন খামারী গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়াও ৯৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দুইটি করে ভেড়া ও ভেড়ার বাসস্থানের সরঞ্জাম বিতরণ করা হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,ভেটেরিনারি হাসপাতাল ও এলডিবিপি প্রকল্প এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের তিনটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নূর নাহার বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম সাদেকুর রহমান, রংপুর ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন সহ আরো অনেকে।

প্রাণিসম্পদ,প্রদর্শনী মেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত