রংপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:২৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

"স্মার্ট লাইফস্টক স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ আয়োজন করা হয়েছে।

বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান মোছা: নাসিমা জামান ববি প্রধান অতিথি  হিসেবে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন।

প্রদর্শনীতে ৫০ জন খামারী গরু, ছাগল, বেড়া, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়াও ৯৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে দুইটি করে ভেড়া ও ভেড়ার বাসস্থানের সরঞ্জাম বিতরণ করা হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,ভেটেরিনারি হাসপাতাল ও এলডিবিপি প্রকল্প এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের তিনটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নূর নাহার বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ এস এম সাদেকুর রহমান, রংপুর ডেইরি ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন সহ আরো অনেকে।