চট্টগ্রামের পটিয়ায় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার জঙ্গিকে আটক করেছে র্যাব-৭। তারা হলেন- পটুয়াখালীর হোসাইন আহমেদ, কুমিল্লার নিহাল আবদুল্লাহ ও আল আমিন এবং খুলনার আল আমিন ওরফে পার্থ কুমার দাস। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
বুধবার (০১ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে র্যাব-৭ এর চট্রগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি বলেন, নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আদর্শে উদ্ধুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেওয়া চার জঙ্গিকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি।