গফরগাঁওয়ে হত্যা-ডাকাতিসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১৫:৩১ | অনলাইন সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা-ডাকাতিসহ ১৫মামলার আসামি আন্ত:জেলা ডাকাত রায়হানকে (৪০) গ্রেফতার করেছে।
শনিবার (৪ মার্চ) রাতে পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে এস আই রোমান মিয়া, এএসআই আনোয়ার ও হাবিব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের জেলার শ্রীপুর উপজেলার ত্রিমোহনী সেতু এলাকা থেকে ডাকাত রায়হানকে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলার পাগলা থানা এলাকার বেলদিয়া গ্রামের আব্দুর রশিদ খোকনের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ডাকাত রায়হানের বিরুদ্ধে গফরগাঁও, পাগলা, শ্রীপুর, কালিয়াকৈর ও পাকুন্দিয়া থানায় খুন, ডাকাতি ও অস্ত্রবাজির ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি ডাকাতি, ৩টি খুন, ২টি চুরি ও ২ অস্ত্র মামলা রয়েছে।
ওসি আরও জানান, কুখ্যাত ডাকাত রায়হান গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। রোববার (৫ মার্চ) সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।