সিরাজগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ রোডের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, কুমিল্লার মরুড়া উপজেলার মইশাইর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে নাজমুল হক বাহার (৫০) ও বগুড়া সদর উপজেলার নামুজা গ্রামের মৃত আবুল প্রামানিকের মেয়ে রাবেয়া সুলতানা সুুমী (৪২)।
ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুল ইসলাম বিপিএম (বার), পিপিএম’র (বার) দিক নির্দেশনায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নারীসহ ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।