ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে অধিক মূল্যে বীজ ও কীটনাশক বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জে অধিক মূল্যে বীজ ও কীটনাশক বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা 

মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেট এলাকায় অধিক মূল্যে ফসলি বীজ ও কীটনাশক এবং মেয়াদ উত্তীর্ণ সার বিক্রি করার অপরাধে লিয়াকত ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ মার্চ) দুপুর ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

এ সময় দেখা গেছে, লিয়াকত ট্রেডার্স নামক ওই ব্যবসায়ী অধিক মূল্যে ফসলী বীজ ও কীটনাশক এবং মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও উপজেলার মুক্তারপুর পাইকারী ফলের আড়তগুলোতে তরমুজ ও অন্যান্য ফল সামগ্রী মূল্য তালিকা প্রদর্শন না করে ক্রয়-বিক্রয় করায় এবং বিক্রয়ের রশিদ প্রদান না করায় ওই ফলের দোকানগুলোকে সঠিক নিয়মে ফল বিক্রি করার জন্য নির্দেশ দেন ভোক্তা অধিকার।

অভিযানে সহযোগিতা করেন, সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও সদর থানা পুলিশের একটি দল।

মেয়াদ উত্তীর্ণ,সার বিক্রি,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত