ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোলে ৫পিস সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক 

বেনাপোলে ৫পিস সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক 

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক পাসপোর্ট যাত্রীর পেটের মধ্যে থেকে ৫৮৩ গ্রাম ওজনের ৫ পিস সোনার বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়।

সোমবার (০৬ মার্চ) সকাল ১১ টার দিকে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে ইব্রাহিম ব্যাপারী (৩৫)। তার পাসপোর্ট নম্বর - A03832980।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী ইব্রাহিমকে সন্দেহজনক মনে হলে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সে স্বর্নের কথা অস্বীকার করে। পরে স্থানীয় ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে ৫পিস স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম, বাজার মূল্য প্রায় ৫৪ লাখ টাকা।

তিনি আরও বলেন, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় এবং সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

সোনার,বার,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত