ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাস-ট্রেনের সংঘর্ষে তিনজনের প্রাণহানি

বাস-ট্রেনের সংঘর্ষে তিনজনের প্রাণহানি

চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিংয়ে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি দ্রুতগামী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরের পদ্মা-মেঘনা-যমুনা তেলের ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্দি দে (২৫)। তারা বাসের চালক এবং সহকারী। আরেকজন হলেন—মো. আজিজুল হক (২৮)। তিনি সিজিপিওয়াই অধীনে দায়িত্বে ছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেলবাহী ট্রেনের সঙ্গে মেট্রো বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিজুল হক মারা যান। এরপর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেঘনা অয়েল এর সামনে তেলের রেল গাড়ি আসার সময় রেল কর্মী সিগন্যাল দিলে দ্রুতগামী বাস সিগন্যাল ভেঙ্গে সজোরে রেলে ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে বাস উল্টে যায় এবং বাসের দুইযাত্রী ও এক রেলকর্মী গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

চট্টগ্রাম,ট্রেন,বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত