ঢাকা ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেলিকপ্টারে ঘুরিয়ে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

সিরাজগঞ্জে হেলিকপ্টারে ঘুরিয়ে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রংধনু মডেল স্কুলের প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত ৮০ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে ওই স্কুলের আয়োজনে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধানা দেয়া হয়।

ওই স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন জানান, চার লাখ টাকা দিয়ে হেলিকপ্টারটি ভাড়া করা হয়। প্রতিবারে চারজন করে শিক্ষার্থীকে ১০ মিনিট করে হেলিকপ্টারটি শাহজাদপুর উপজেলার আকাশ ঘুরিয়ে আনে। এমন আয়োজনে শিক্ষার্থীরা খুবই খুশি।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শাহ আজম। তিনি বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় আরো উৎসাহী করে তুলবে। আমি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি।

এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে। ওই স্কুলের অধ্যক্ষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী,হেলিকপ্টার,সংবর্ধনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত