সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় রিকশাচালক নিহত, বাস ভাংচুর
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৭:২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদা নামক স্থানে বাসচাপায় রিকশাচালক শরিফ হোসেন (২৭) নিহত হয়েছে। সে একই এলাকার পুঠিয়াবাড়ি মহল্লার সেরাবত আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার (মার্চ) দুপুরের দিকে এসআই পরিবহণের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে সিরাজগঞ্জ আসছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হয়। স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বাসটি আটক করে ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বাসটি থানায় নিতে চাইলে বিক্ষুদ্ধ জনতা বাঁধা দেয় এবং পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি থানায় আনা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।