চট্টগ্রাম বন্দরে বর্ণাঢ্য আয়োজনে ৭ মার্চ পালিত

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ২০:৫০ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টায় শহিদ মো. ফজলুর রহমান মুন্সি অডিটরিয়ামে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের সদস্য উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সভায় বন্দর চেয়ারম্যান বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুধু মুখ নিঃসৃত শব্দরাজি নয়, প্রবঞ্চিত বাঙ্গালি জাতির হাজার বছরের প্রবঞ্চনার চাপা পড়া কষ্টের স্বর একসঙ্গে ধ্বনিত হয়েছে। এই ভাষণ জাতিকে দিয়েছে পথের দিশা, যুদ্ধে যাওয়ার প্রেরণা। ৭ মার্চের ভাষণের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। স্বাধীনতা সংগ্রামের জাগরণের ধ্বনি ‘জয়বাংলা’ আজ জাতীয় শ্লোগান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক সাহসী ভূমিকা রয়েছে। বন্দরের ২০০ কর্মকর্তা কর্মচারী স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। শহীদ হন ১০০ জন।

অনুষ্ঠান শেষে বন্দর চেয়ারম্যান বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শন করা হয়।