ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চৌদ্দগ্রামে আন্তজার্তিক নারী দিবস পালিত

চৌদ্দগ্রামে আন্তজার্তিক নারী দিবস পালিত

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চৌদ্দগ্রামে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছোবান ভুইঞা হাসান।

উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সূব্রত রায়, চৌদ্দগ্রাম থানা (তদন্ত) কর্মকর্তা রাজিব চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ক্রিড়া শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম।

উপজেলা জাইকা ডেভেলপমেন্ট অফিসার আবু বকর সিদ্দিকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি কর্মকর্তা নাছিমা বেগম, বি আর ডি বি সহকারী কর্মকর্তা সাহিদুল হক দেওয়াণ, পৌরসভা মহিলা কাউন্সিলর আমেনা বেগম, কোহিনুর আক্তার প্রমুখ।

আন্তর্জাতিক,নারী,দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত