যশোরের আলোচিত যুবলীগ নেতা ম্যানসেলকে অব্যাহতি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ১৬:৪২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় যশোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেলকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।
বুধবার (৮ মার্চ) যুবলীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি মেহেবুবুল রহমান ম্যানসেল, যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যশোর শহর শাখা। আপনার বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে সরকারি অফিসে অনধিকার প্রবেশ পূর্বক সরকারি কর্তব্য কাজে বাঁধা প্রদান করত: হত্যার উদ্দেশ্যে মারপিট করে, সাধারণ জখম, শ্লীলতাহানি, হুমকিসহ হুকুম দানের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ-এর নির্দেশক্রমে আপনাকে (মেহবুবুল রহমান ম্যানসেল, যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যশোর শহর শাখা) সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।